আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলার জুগিরকান্দি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযোগ ছিল, জুগিরকান্দি এলাকায় বোয়ালজুড়ি খাল ও কৃষিজমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এবং নিহা ব্রিকস নামক ইটভাটায় গাছের গুঁড়ি পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন মোবাইল কোর্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
পরিদর্শনের সময় ইটভাটায় গাছের গুঁড়ি পুড়িয়ে ইট তৈরির কোনো প্রমাণ মেলেনি। বরং পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আধুনিক জিগজ্যাগ প্রযুক্তিতে কয়লা ব্যবহার করে ইট প্রস্তুত করা হচ্ছে বলে দেখা যায়।
তবে ইটভাটার কিছু দূরে কৃষিজমিতে বড় আকারের একটি গর্ত ও পাশে একটি ভেকু মেশিন পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল ওই ভেকু দিয়ে গর্ত খনন করা হয়। তবে অভিযানকালে কাউকে মাটি কাটার সময় হাতেনাতে পাওয়া যায়নি। পরে ভেকু মেশিনটি জব্দ করে উপজেলা সদর দপ্তরে নিয়ে আসা হয়।
অভিযানের অংশ হিসেবে, বৈধ লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়াই মোটরসাইকেল চালানোর অপরাধে একজন চালককে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোটরসাইকেলটি প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের শর্তে চৌদ্দগ্রাম থানার উপসহকারী পুলিশ পরিদর্শকের জিম্মায় রাখা হয়।
আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC