চুন খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, এমন কথা শুনলে অনেকেই অবাক হবেন। সাধারণত আমরা জানি, চুন খাওয়া শরীরের জন্য ভালো নয়। তবে কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যকরও হতে পারে।
এই চুন খাওয়ার সঠিক উপায় জানা জরুরি, তা না হলে উপকারের বদলে ক্ষতিই হবে। মূলত, চুন ক্যালসিয়াম ও অক্সিজেন দিয়ে তৈরি একটি রাসায়নিক। যখন এই চুন পানিতে মিশে যায়, তখন তা স্লেকড লাইম অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। যাকে সহজ ভাষায় চুনের পানি বলা হয়।
পানের দোকানে পান-সুপারিসহ পাওয়া যায় এমন চুনও খেয়ে থাকেন অনেকে। আয়ুর্বেদে চুন খাওয়ার উপকারিতা ও পদ্ধতি দুটিই আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেওয়া যাক—
কিভাবে চুন খেতে হয়
চুনের উপকারিতার জন্য চুন খেতে চাইলে অবশ্যই এটি খাওয়ার সঠিক উপায় জানতে হবে। ডায়েশিয়ানদের মতে, গমের দানার সমান চুন খাওয়া যায়। এই পরিমাণে ৫০০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই অল্প পরিমাণে এই চুন এক সপ্তাহ পরপর এক সপ্তাহ, তারপর দুই সপ্তাহ, তারপর তিন সপ্তাহ এবং তারপর চার সপ্তাহ পরপর খেতে হবে। এর পর একটানা ছয় মাস চুন খাওয়া উচিত নয়।
চুন খাওয়ার উপকারিতা
কিভাবে চুন খাবেন
চুন পানি, দই ও ডালের সঙ্গে মিশিয়ে সেবন করা যায়। এতে চুনের কার্যকর উপকারিতা পাওয়া যাবে।
কখন চুন খাওয়া ক্ষতিকর
চুন খাওয়া উপকারী হলেও খাবারে চুনের পরিমাণের দিকে বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত পরিমাণে খেলে তা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অনেকের চুনে অ্যালার্জিও হতে পারে। কারো যদি টক ফলের অ্যালার্জি থাকে তাহলে তার চুন খাওয়া উচিত নয়। এটি করলে শ্বাসকষ্ট, ফুলে যাওয়া, আমবাত হওয়ার মতো সমস্যা হতে পারে। আসলে, চুন অ্যাসিডিক এবং এর কারণে বমি, বমি বমি ভাব ও খাবার গিলতে অসুবিধা হতে পারে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC