শুক্রবার ২২ আগস্ট, ২০২৫

চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - NCP delegation, led by Nahid Islam
চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) চীন সফরে যাচ্ছে। ৩০ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

চীন সফরের আগে নাহিদ ইসলাম বর্তমানে মালয়েশিয়া সফর করছেন। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টারের আয়োজনে তিনি ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করবেন।

চীনগামী প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও রয়েছেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

আরও পড়ুন