চীনের নাগরিকবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিয়ের হার এক বছর আগের তুলনায় ১২.৪% বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারির কারণে অনেকেই বিয়ের সময় পিছিয়ে দিয়েছিলেন, কিন্তু মহামারির প্রকোপ কাটতেই তরুণদের মধ্যে বিয়ের হার বাড়তে দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, করোনা মহামারির কারণে দেশটিতে অনেকেই বিয়ের সময় পিছিয়ে দিয়েছিলেন। কিন্তু করোনা মহামারির প্রকোপ কাটতেই তরুণদের মধ্যে বিয়ের হার বাড়তে দেখা গেছে।
এর আগে গত বছর চীনে ৭৬ লাখ ৮০ হাজার বিয়ে হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৮ লাখ ৪৫ হাজার বেশি। দেশটিতে এর আগে ২০১৩ সালে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার বিয়ের সংখ্যা রেকর্ড করা হয়েছিল।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি সন্তানবান্ধব সমাজ বিনির্মাণের ঘোষণা দেন। এ ছাড়া দেশটিতে দীর্ঘ মেয়াদে ভারসাম্যপূর্ণ জনসংখ্যা রাখার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে শিশু জন্ম, লালনপালন ও শিক্ষার জন্য খরচ কমানোর কথা বলেছেন তিনি। দেশটির বয়স্ক মানুষ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে শিশু জন্মহার বাড়াতে নানা সুবিধার কথা জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC