চীনের হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। শনিবার বার্তা সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে।
সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইয়াংকাই স্কুলে এই ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত ও একজন আহত হয়েছেন।
বার্তা সংস্থাটি আরো জানায়, ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা হাজির হন। ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধ একজন হাসপাতালে ভরইত করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।
সিনহুয়া জানায়, কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC