সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

চিংড়ির মালাইকারি রেসিপি: ভোজনরসিকদের জন্য এক অসাধারণ পদ

চিংড়ির মালাইকারি রেসিপি: ভোজনরসিকদের জন্য এক অসাধারণ পদ
চিংড়ির মালাইকারি রেসিপি: ভোজনরসিকদের জন্য এক অসাধারণ পদ। ছবি: সংগৃহীত

চিংড়ি মাছের মালাইকারি একটি জনপ্রিয় বাঙালি খাবার। এটি চিংড়ি মাছ, নারকেল দুধ, মশলা এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি সুস্বাদু এবং মশলাদার তরকারি। চিংড়ি মাছের মালাইকারি সাধারণত ভাতের সাথে পরিবেশন করা হয়। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি মালাইকারির রেচিপি-

উপকরণঃ

গলদা চিংড়ি- ৮টি

পেঁয়াজ বাটা- ২টি

রসুন- ৪ কোয়া

আদা বাটা- আধা চা চামচ

আস্ত গরম মসলা- ১ চা চামচ

তেজপাতা- ২টি

নারিকেলের দুধ- ১ কাপ

দুধের সর- ৪ টেবিল চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

টমেটো পেস্ট- ১ টেবিল চামচ

চিনি- স্বাদমতো

ঘি- ১ টেবিল চামচ

গরম মশলার গুঁড়া- ১ টেবিল চামচ

সরিষার তেল- ৫ চা চামচ

প্রস্তুত প্রনালীঃ

১) প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পিঠের কালো অংশটা ফেলে দিন। এরপর হালকা গরম পানিতে এক চামচ ভিনেগার দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিন। মাছে লবণ-হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।

এরপর তাতে আরও দুই চামচ তেল দিয়ে তাতে আস্ত গরম মশলা, তেজপাতা ফোড়ন দিন। এরপর তাতে দিন পেঁয়াজ ও আদা-রসুন বাটা। ভালো করে কষিয়ে নিন। এরপর তাতে দিন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন।

২) মশলার সঙ্গে মেশান টমেটো পেস্ট, লবণ ও চিনি। ভালোভাবে কষানো হলে তাতে দিন নারিকেলের দুধ ও দুধের সর। পরিমাণমতো হালকা গরম পানি দিয়ে ফুটতে দিন। এরপর চিংড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। শেষে গরম মশলা গুঁড়া ও ঘি দিয়ে নামিয়ে নিন।