দালত থেকে জামিন মঞ্জুর হলেও একজন আসামিকে কারাগার থেকে মুক্তি পেতে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এই দীর্ঘ প্রক্রিয়ার প্রতিটি ধাপেই ভোগান্তি, হয়রানি এবং কোথাও কোথাও বাড়তি অর্থ গুনতে হয় আসামিপক্ষকে। জামিনপ্রাপ্তদের এসব ভোগান্তি ও অর্থদণ্ড থেকে মুক্তি দিতে এবার অনলাইন জামিননামা বা 'বেইল বন্ড' ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার।
আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) এই নতুন ডিজিটাল ব্যবস্থার উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল বলেন, "জামিন পেলেই আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। প্রতিটি ধাপে হয়রানি হয়, কোনো কোনো জায়গায় টাকা দিতে হয়। আমরা এমন একটি ডিজিটাল ব্যবস্থা আনছি, যাতে এক ক্লিকেই আদালতের রায় অনুযায়ী জামিননামা সেই জেলখানায় পৌঁছে যাবে, যেখানে আসামি রয়েছেন।"
আইন উপদেষ্টা আরও জানান, পুরো কার্যক্রমটি সরকার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। এ প্রকল্পে কোনো বিদেশি সাহায্য বা বাইরের সহযোগিতা নেওয়া হয়নি। তিনি বলেন, "অনেকেই জানে না, আমাদের সরকারের কাছে অনেক টাকা রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা জমা আছে। আইজিআর (ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন) অফিসে আছে আরও ১৫০০ কোটি টাকা। আমরা নিজের টাকায় নিজেরা ভালো কিছু করতে পারি।"
অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন, গুম সংক্রান্ত আইন, দুদক (দুর্নীতি দমন কমিশন) আইন এবং মানবাধিকার আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সংস্কারের কাজ চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC