কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় সমাবেশ করেছে মহিলা জামায়াতে ইসলামী।
শনিবার (২৬ জুলাই) বিকেলে ফেলনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে ফেলনা গ্রাম ইউনিটের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক মহিলা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন, সামাজিক ভূমিকা এবং ইসলামী অনুশাসন মেনে জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি রেহানা আক্তার রানু, উপজেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি কাজী আসমা আক্তার, এবং মহিলা নেত্রীবৃন্দ সুরাইয়া আক্তার ও নাসরিন আক্তার। বক্তারা জামায়াতের আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ সফল করতে ভুমিকা রাখেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, জামায়াত নেতা মাসুম বিল্লাহ, মাস্টার আব্দুল মান্নান, বাবর মোল্লা, এডভোকেট সাইফ উদ্দিন, এবং হাফেজ মর্তুজা মজুমদার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC