উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের চারটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে সম্ভাব্য ভূমিধস ও জলাবদ্ধতার বিষয়েও সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলো অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে ভূমিধসের ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, ভারী বৃষ্টিপাতজনিত কারণে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরীর কিছু কিছু এলাকায় সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়াও, এই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC