
বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তা কর্মী বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। আঞ্চলিক এই কেন্দ্রটি কুমিল্লার চান্দিনা সদরে অবস্থিত।
রোববার (২০ এপ্রিল) বিকেলে ওই আঞ্চলিক কেন্দ্রে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরাপত্তা কর্মীর নাম মো. মনির হোসেন (৫৫)। তিনি চান্দিনা উপজেলা সদরের রারিরচর এলাকার বাসিন্দা।
আঞ্চলিক কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে ওই অফিসে অবস্থান করছিলেন মনির হোসেন। দায়িত্ব পালনকালে বিকাল সাড়ে ৩টায় অফিসের একটি বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় মনির।
এসময় অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত পাই।