শনিবার ৯ আগস্ট, ২০২৫

চান্দিনা প্রেস ক্লাবের মাসিক সভা: প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও আলোচনা

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনা প্রেস ক্লাবের মাসিক সভা: প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও আলোচনা/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মার্কেটের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে গাজীপুরে হত্যার শিকার প্রয়াত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন, চান্দিনার প্রবীণ সাংবাদিক রিপন আহমেদ ভূইয়া, সাংবাদিক গোলাম মোস্তফা’র স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

চান্দিনা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক রণবীর ঘোষ কিংকর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চান্দিনা প্রেস ক্লাবের উপদেষ্টা দৈনিক বায়ান্ন প্রতিনিধি কাজী রাশেদ, চান্দিনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, রাইজিং কুমিল্লা প্রতিনিধি মো. ওসমান গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন, অর্থ সম্পাদক দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি মো. আকিবুল ইসলাম হারেছ, নির্বাহী সদস্য দৈনিক ডেসটিনি প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক মুক্ত খবর ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক নিরপেক্ষ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী সুমন, দৈনিক সংগ্রাম সংবাদদাতা মো. আবু সাঈদ প্রমুখ।

আরও পড়ুন