কুমিল্লার চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর গভর্নিং বডি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এতে কলেজটির প্রতিষ্ঠাতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর মেয়ে রেজোয়ানা আহমেদ কে সভাপতি এবং ড. রেদোয়ান আহমেদ কে বিদ্যোৎসাহী সদস্য করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) ওই খবর জানাজানি হলে কলেজ শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতিক্রমে গত মঙ্গলবার কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, রেজোয়ানা আহমেদ যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ^বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে ‘দ্য ক্র্যাফট ভিলেজ’ নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
তিনি রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এবং চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য। তিনি শহরের চাকচিক্যময় ব্যস্ত ও যান্ত্রিক জীবনের চাইতে গ্রামের নিরিবিলি সবুজ প্রকৃতিকে ভালোবাসেন। তিনি একজন নিরলস সমাজকর্মী।
চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নূরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী দুই বছর ওই কমিটি দায়িত্ব পালন করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC