সোমবার ২৮ জুলাই, ২০২৫

চান্দিনার পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

চান্দিনার পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
চান্দিনার পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ/ছবি: প্রতিনিধি

চান্দিনার চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

রবিবার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন।

শিক্ষক প্রতিনিধি শরীফুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- অভিভাবক সদস্য মো. নাজমুল হাসান, ছাত্র-ছাত্রীদের অভিভাবক মনজিৎ চন্দ্র সিংহ, মো. নিজাম উদ্দিন, মো. হান্নান মোল্লা, মো. বাকী বিল্লাহ, মো. সাজ্জাত হোসেন প্রমুখ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন বলেন- ‘১৯৯৫ সালে বিএনপি সরকারের তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

এর পর ২০০১ সালে পর তিনি আবার সংসদ সদস্য হয়ে বিদ্যালয়টির কয়েকটি ভবন নির্মাণ করেন। কিন্তু গত ১৭ বছরে বিদ্যালয়টির আশানুরূপ উন্নয়ন হয়নি। আগামীতে বিদ্যালয়ের উন্নয়নে আমরা কাজ করে যাবো।’

আরও পড়ুন