
কুমিল্লার চান্দিনায় নিন্ম, মানহীন ও ভেজাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইহান ফুড কোম্পানিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। নকল পণ্য উৎপাদন বাজারজাত করার অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
রবিবার (১০ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হারং ভূইয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
সাজাপ্রাপ্তরা হলেন, কুমিল্লা সদর উপজেলার বাগিচাগাঁও এলাকার বাসিন্দা মো. খাইরুল ইসলাম অপু (৩৩) ও একই এলাকার বাসিন্দা মো. আল-আমিন (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ‘ইহান ফুড’ নামের অনুমোদনহীন একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার নকল স্টিকার যুক্ত কোমলপানীয়, চার হাজার বোতল নকল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এছাড়াও ওইসব পণ্য তৈরির কাঁচামাল ও মেশিন জব্দের পর ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, হাসান গাজী নামের এক ব্যক্তি অবৈধভাবে ওই ফ্যাক্টরিটি পরিচালনা করে আসছিল। সেখানে মানহীন অস্বাস্থ্যকর শিশুদের ফলের জুস, বিভিন্ন ব্র্যান্ডের নকল জুস ও কোমল পানীয় তৈরি করা হতো।
পাশাপাশি ‘জিনসিন প্লাস’ নামের একটি কোম্পানির মোড়ক হুবহু নকল করে যৌন উত্তেজক সিরাপও তৈরি করা হতো।ফ্যাক্টরিটির খবর পেয়ে আজকে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর খাদ্য পণ্য ও কাঁচামালগুলো ধ্বংস করা হয়েছে। ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।