পরিবেশ রক্ষায় সবুজের বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লার চান্দিনায় ৯ শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা তুলে দিয়েছে সামাজিক সংগঠন যুব কিশোর সংঘ। গাছের চারা পেয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার শুহিলপুর ইউনিয়নের পিপুইয়া উচ্চ বিদ্যালয়, পিপুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। একই সঙ্গে তিন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে স্মারক হিসেবে মগ উপহার দেওয়া হয়।
এর আগে বৃক্ষরোপণ ও বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিপুইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন মিয়াজির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস. এম. রেজাউল করিম।
তিনি বলেন, “আমরা শুধু শিক্ষার মানোন্নয়নে নয়, পাশাপাশি ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করছি। ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যুব কিশোর সংঘ সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠবে।”
তিনি আরও জানান, তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা গাছের বন্ধু হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সজল আমিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
পিপুইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহ আলম মোল্লা, পিপুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যাংকার আবু হানিফ মিয়াজি, ব্যবসায়ী আলাউদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাসান গাজী, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা আনিস আহম্মেদ ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রতিনিধি সোহাগ জামিল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আবু তাহের, আব্দুল হক, মো. মামুন, মো. মহিউদ্দিন, জোবায়ের আহমেদ, চাকরিজীবী খোরশেদ আলম, সমাজসেবক কাউছার আহমেদ, আকতার হোসাইন ও আবু সাঈদ সরকার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC