
৯১ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে আবদুর রহমান মিয়াজী নামের ৬ বছরের এক শিশু। সে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনী মধ্যপাড়া মিয়াজী বাড়ির ফরহাদ মিয়াজীর ছেলে। সে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার আল-ইন্তেফাদাহ্ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ শেষ করে।
এ উপলক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) বিকেলে জোরপুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাধাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তার হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে ওই হাফেজ ছাত্রকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের।
মাধাইয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দল আহ্বায়ক আবুল খায়ের মৃধার সঞ্চালনায় এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. শাহজাহান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, মাধাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. অলিউল্লাহ কোম্পানি।