জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

চান্দিনায় হারং সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

চান্দিনায় হারং সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
চান্দিনায় হারং সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় হারং সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত। রোববার (৭ জুলাই) চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ডের সরকার হাটে সংগঠনের কার্যালয়ে ওই ক্যাম্পেইন হয়।

এতে মেডিসিন বিশেষজ্ঞ ডা. আল আমিন ও ডা. আবু বকর মজুমদার ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া অপর ৭৫ জন মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদুল হক সরকার জানান, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি। বিগত দিনগুলোতে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী, ঈদসামগ্রী সহ বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন হারং সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ছালাউদ্দিন রিপন, সিনিয়র সদস্য আবদুর রব, সভাপতি সাইফুলাহ, সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক ইমরান হাসান শুভ, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন তারেক, দপ্তর সম্পাদক এখলাসুর রহমান হেলাল, ক্রিয়া সম্পাদক মো. সায়েম, প্রচার সম্পাদক তানিম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কাউসার আহমেদ মানিক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক দীপক চন্দ্র দাস। সদস্য রিয়াজুল ইসলাম শাওন, সদস্য ইয়ামিন, সদস্য নাইম।

আরও পড়ুন