
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক দলের পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় সুহিলপুর ও বাতাঘাসি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সব্দলপুর মোল্লা বাড়ি সংলগ্ন বালুর মাঠে এবং বিকাল ৫টায় মাধাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ।
চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামাল হোসনে মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হাসান, যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক মাছুম পাঠান, শরীফুল ইসলাম ভূঁইয়া, মিজানুর রহমান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন রানা, বাতাঘাসি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন, বাতাঘাসি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন মুন্সী, যুবদল সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন মেম্বার, সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী মাস্টার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন কৃষকদল সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর মুন্সী, মাধাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব পাবেল আহম্মেদ প্রমুখ।