
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। তার নির্বাচনী প্রতীক 'কলস' নিয়ে তিনি প্রতিদিন শত শত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম, হাট-বাজার এবং পাড়া-মহল্লায় বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কলস মার্কায় ভোট প্রার্থনা করছেন। আতিকুল আলম শাওনের এই প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে যুব সমাজ ও সাধারণ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার নির্বাচনী প্রচারণায় নতুন প্রাণের সঞ্চার করেছে। গণসংযোগকালে তিনি ভোটারদের আশ্বস্ত করছেন যে, নির্বাচিত হলে চান্দিনাকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
স্বতন্ত্র এই প্রার্থীর এই সরব উপস্থিতি নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার নতুন সমীকরণ তৈরি করেছে। নেতাকর্মীদের দাবি, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে তারা আতিকুল আলম শাওনের কলস মার্কাকেই বেছে নেবে। এলাকার আনাচে-কানাচে এখন কলস মার্কার ব্যানার ও স্লোগানে মুখর হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC