এপ্রিল ১৬, ২০২৫

বুধবার ১৬ এপ্রিল, ২০২৫

চান্দিনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Distribution of educational materials among students in Chandina
ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় সামাজিক সংগঠন শিক্ষার আলো পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার আলো পরিবারের সদস্য মো. আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী ফরহাদুল আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষার আলো পরিবারের সদস্য নাজমুল হাসান ও সফিউল্লাহ।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা জুয়েল, জিয়াউর রহমান, ইমন, আনিস প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।