বুধবার ১৩ আগস্ট, ২০২৫

চান্দিনায় যুব দিবসে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Youth loan checks and training certificates distributed on Youth Day in Chandina
চান্দিনায় যুব দিবসে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ/ছবি: প্রতিনিধি

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে কুমিল্লার চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে যুব দিবস উপলক্ষে এক যুব র‍্যালি বের হয়।র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবা ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

পরে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

তিনি বলেন, যুব সমাজকে যুব উন্নয়ন অধিদফতর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লক্ষ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দিনা যুব সংস্থার সভাপতি উদ্যোক্তা কাজী কাউছার উদ্দিন,কৈলাইন যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মো. রিয়াদ আলম,ঊষা যুব মহিলা সংস্থা’র সভাপতি বিলকিছ আক্তার।

সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ঊষা যুব মহিলা সংস্থা’র সভাপতি বিলকিছ আক্তার ও সফল আত্মকর্মী হিসেবে আদিল ডেইরি ফার্মের আবদুল হালিমের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন