
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্ট্যান্ড ও চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে চান্দিনা উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২৪ মার্চ) অভিযানে চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং রাস্তা পরিষ্কার করা হয়।
এছাড়া, সড়কে যানজট সৃষ্টি করায় ছয়টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকদের যানবাহন নিয়ম মেনে চালানোর বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং মহাসড়কের যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।