মার্চ ২৯, ২০২৫

শনিবার ২৯ মার্চ, ২০২৫

চান্দিনায় যানজট নিরসনে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা

চান্দিনায় যানজট নিরসনে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা
চান্দিনায় যানজট নিরসনে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা/ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্ট্যান্ড ও চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে চান্দিনা উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২৪ মার্চ) অভিযানে চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং রাস্তা পরিষ্কার করা হয়।

এছাড়া, সড়কে যানজট সৃষ্টি করায় ছয়টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকদের যানবাহন নিয়ম মেনে চালানোর বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং মহাসড়কের যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।