
কুমিল্লার চান্দিনায় মো. জালাল হোসেন নামে এক মৎস্যজীবী লীগ নেতা ও আহমেদ শরীফ মিঠু নামে অপর এক পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. জালাল হোসেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও মাইজখার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
অপরদিকে আহমেদ শরীফ মিঠু পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, ২০২২ সালে রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস ২ এর সামনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলার ঘটনায় ২০২৪ সালের ২৪ আগস্ট রেদোয়ান আহমেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটককৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।