মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

চান্দিনায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক কামরুল কবির

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক কামরুল কবির/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ওই শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক। উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তিনি নির্বাচিত হন।

মো. কামরুল কবির ১৯৬৬ সালে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত সেকান্দর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মো. কামরুল কবির ১৯৮২ সালে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৪ সালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবিদ্বার সুজাত আলী কলেজ থেকে ১৯৮৬ সালে বিএসসি এবং ১৯৯১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকুরীরত অবস্থায় ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে তিনি কুমিল্লা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ হতে শিক্ষায় ডিগ্রি লাভ করেন।

১৯৯৫ সালে তিনি কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তার দক্ষতায় ২০০১ সালে উপজেলার শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় হিসাবে ২টি ডেক্সটপ কম্পিউটার পুরস্কার পায়। তার নেতৃত্বে ২০১৮ ও ২০২২ সালে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় এবং তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ব্যক্তি জীবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এই শিক্ষক দম্পতির একজন সন্তান স্বাস্থ্য ক্যাডার, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন