কুমিল্লার চান্দিনায় মাদকমুক্ত সমাজ গড়তে ‘মাদক বিরোধী’ সমাবেশ করেছে পথিকৃৎ চান্দিনা নামে একটি সামাজিক সংগঠন।
সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম।
বক্তারা বলেন- দেশ ও জাতিকে মাদক মুক্ত করতে নিজের সন্তান ও নিজের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সন্ধ্যার পর আপনার সন্তান পড়ার টেবিলে না বসে কোথায় যায়, কার সাথে চলাফেরা করে সেদিকে নজর দিতে হবে।
প্রতিটি পাড়া ও মহলায় মাদকের সয়লাব নিরসন করতে হলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রতিটি পাড়া মহলায় মাদক প্রতিরোধ টিম গঠন করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
‘পথিকৃৎ চান্দিনা’ নামের সংগঠনের মতো প্রতিটি সামাজিক সংগঠন এমন আয়োজন করা উচিত। যেসব সংগঠন এমন উদ্যোগ গ্রহণ করবে অন্তত ওই সংগঠনের সাথে জড়িতরা কেউ মাদক সেবন করবে না।
পথিকৃৎ চান্দিনার প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে বক্তৃতা করেন- এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, জাতীয় নাগরিক পার্টি চান্দিনা উপজেলার প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি, মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কেএম জামাল, কেএম জাহাঙ্গীর আলম, মাধাইয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রমুখ।
পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC