বিশ্বের সাথে তালমিলিয়ে ইংরেজীকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষা নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা মাতৃভূমি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলা সদরের মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আখতার হোসাইন।
তিনি বলেন- বর্তমানে বিশ্বের সকল ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা ও গুরুত্ব অপরিসীম। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠান বন্ধের দিন অর্থাৎ প্রতি শুক্র ও শনিবার এবং অন্যান্য বন্ধকালীন সময়ে স্পোকেন ইংলিশ কোর্স চালু থাকবে। ‘ফেইথ ল্যাংগুয়েজ একাডেমি’ নামের একটি প্রতিষ্ঠান কোর্সটি পরিচালিত করবে। আর বাংলা সংস্করণের সাথে সাথে যদি শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে কমপক্ষে দুইদিন স্পোকেন ইংলিশ ক্লাস করে তাহলে তারাও ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবে।
মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল আল-মামুন এর সভাপতিত্বে ও মাতৃভূমি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের কো-অর্ডিনেটর তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল কে.এম.এ.কে. মহিউদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক ম্যানেজার আব্দুল জলিল, প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জি. আবু নাঈম সিদ্দিকী, মো. রেদোয়ান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC