শনিবার ২ আগস্ট, ২০২৫

চান্দিনায় মহিলাদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

চান্দিনায় মহিলাদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
চান্দিনায় মহিলাদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

কুমিল্লায় চান্দিনায় উপজেলা মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ আগস্ট) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির চান্দিনাস্থ কার্যালয়ে ওই সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।

চান্দিনা উপজেলা মহিলাদল সভানেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নিলুফা আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন – উপজেলা মৎস্যজীবী দল আহবায়ক ফজলুল ছাত্তার, উপজেলা মহিলা দল যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদা হক শিল্পী, বরকইট ইউনিয়ন মহিলা দল সভাপতি রাবেয়া আক্তার, মাধাইয়া ইউনিয়ন সভাপতি রওশন আরা আক্তার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা যুবদল সদস্য সচিব শাহজাহান মুন্সি, বাড়েরা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাড়েরা ইউনিয়নের মহিলা দল সভাপতি জেসমিন আক্তার, মাধাইয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, বরকইট ইউনিয়ন মহিলা দল সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম প্রমুখ।

আরও পড়ুন