বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫

চান্দিনায় বেইলি ব্রিজ উদ্বোধন করলেন ইউএনও, খুশি ছয় গ্রামের মানুষ

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

UNO inaugurates Bailey Bridge in Chandina, people of six villages happy
চান্দিনায় বেইলি ব্রিজ উদ্বোধন করলেন ইউএনও, খুশি ছয় গ্রামের মানুষ/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় বেইলি ব্রিজ পেয়ে ছয় গ্রামের লোকজনের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার মাইজখার ইউনিয়নের এওয়াজবন্দ গ্রামের খালের ওপর নির্মিত ব্রিজটি চিলোড়া থেকে মাইজখার সড়কে যাতায়াতে সুবিধা সৃষ্টি করে দিল অন্তত ছয় গ্রামের বাসিন্দাদের।

প্রায় দুই মাস আগে চিলোড়া-মাইজখার সড়কের এওয়াজবন্দ খালের উপরের ব্রিজটি ভেঙ্গে গেলে বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক গ্রামের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেন স্থানীয়রা।

মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান না থাকায় প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। ২৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের ওই বেইলি ব্রিজটির কাজ শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদ্বোধন শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহামম্মদ আশরাফুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর নবনির্মিত ব্রিজটি উদ্বোধন করেন। এতে মাইজখার ইউনিয়নের মাইজখার, বদরপুর, আলিকামুড়া, আওড়াল ও বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে উঠে।

বেইলি ব্রীজটি উদ্বোধনব্রিজটি উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ আলম খাঁন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মাসিকুর রহমান মাসুক, ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি প্রভাষক ফারুক আল মামুন প্রমুখ।

আরও পড়ুন