‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা। কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ।
অনুষ্ঠানে ৬ জন শ্রেষ্ঠ গুণী শিক্ষককে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, আবেদা নূর ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ ছাইদুল ইসলাম, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. কামরুল কবির, মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মো. আফাজ উদ্দিন মিয়াজী, চান্দিনা সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টেকনিক্যাল মো. আসাদুজ্জামান, মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, বাগমারা ইসলামিয়া দাখিল মাদরাসার জুনিয়র মৌলবী শামীমা আক্তার। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC