বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

চান্দিনায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে মহাসড়কে আনন্দ র‌্যালি

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Joyful rally on the highway in Chandina on BNP's founding anniversary
চান্দিনায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে মহাসড়কে আনন্দ র‌্যালি/ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে নাওতলা হয়ে পুনরায় স্টেশনে গিয়ে শেষ হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন এর নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীর অংশ গ্রহণে ওই র‌্যালিটি অনুষ্ঠিত হয়। এর আগে নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

র‌্যালিতে অন্যদের মধ্যে অংশ গ্রহন করেন- উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুর রব, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান সরকার কমিশনার, কামাল হোসেন কমিশনার, নজরুল ইসলাম, পৌর যুবদল আহবায়ক হাজী নূরুল ইসলাম মুন্সি, চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক সহকারী অধ্যাপক মাওলানা আবুল খায়ের, সদস্য সচিব শাহজাহান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ্ বাপ্পী, সদস্য সচিব কামাল মুন্সী, সাবেক সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদুল হক, পৌর যুবদল সদস্য সচিব মোজাম্মেল মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কে.এম. জামাল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইয়ুম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী, উপজেলা মৎস্যজীবী দল সদস্য সচিব হেদায়েত উল্লাহ, উপজেলা কৃষকদল সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো. নূরুল ইসলাম, সদস্য সচিব জসিম উদ্দিন ডাক্তার, উপজেলা শ্রমিকদল আহবায়ক খায়ের মৃধা, সদস্য সচিব সেলিম মিয়া, উপজেলা ওলামাদল আহবায়ক মাওলানা তাজুল ইসলাম, সদস্য সচিব মাও. ছিদ্দিকুর রহমান, উপজেলা মহিলাদল সভাপতি জেসমিন আক্তার প্রমুখ।

আরও পড়ুন