
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী আবুল কালামের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার মাইজখার ইউনিয়নের কালেমসার গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
স্থানীয় সূত্রে জানা যায়, কালেমসার গ্রামের ওমর আলীর প্রবাসী ছেলে কালামের বসত ঘরে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে পাশের ঘরের বাসিন্দা শরীফ জেগে উঠে চিৎকার শুরু করেন। মুহূর্তেই মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে পানির মোটরের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের ভেতর থাকা সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।
সব হারিয়ে নিঃস্ব পরিবার ভুক্তভোগী কালামের বাবা ওমর আলী জানান, "আমার ছেলে গত ৮-১০ বছর প্রবাসে থেকে যা আয় করেছে সব এই ঘরেই ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন ছেলের বউ-বাচ্চার পরনের কাপড়টুকুও অবশিষ্ট নেই।"
কান্নায় ভেঙে পড়ে প্রবাসী কালামের স্ত্রী মাকসুদা আক্তার সুচি বলেন, "বাচ্চা অসুস্থ থাকায় এবং ঘরে চোরের ভয়ে আমি গত এক বছর ধরে রাতে ভাসুরের ঘরে থাকতাম। আমার ৮-১০ বছরের সাজানো সংসারে স্টিলের আলমারি, শোকেস, খাট, ডাইনিং টেবিল, ফ্রিজ, টিভি ও কাপড়-চোপড়সহ সব ছিল। এমনকি এক জোড়া কানের দুল আর স্বর্ণের চেইনও রক্ষা করতে পারিনি। ১০-১২ লক্ষ টাকার ক্ষতিতে আমি এখন সম্পূর্ণ নিঃস্ব।
প্রশাসনের আশ্বাস ঘটনার পর এখন পর্যন্ত কোনো সামাজিক বা সরকারি সহায়তা পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক জানান, "অগ্নিকাণ্ডের বিষয়টি আমি অবগত হয়েছি। আমাদের উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক কিছু শুকনা খাবার ও কম্বল পাঠানো হয়েছে । পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC