মে ৭, ২০২৫

বুধবার ৭ মে, ২০২৫

চান্দিনায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে আটক ৫ জন

5 arrested in police and army operation in Chandina
ছবি: প্রতিনিধি

পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে কুমিল্লার চান্দিনা হতে ৫ অপরাধী আটক করেছে । এ সময় তাদের নিকট হতে, ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার নবাবপুর দক্ষিণ বাজারের একটি টিনসেট ঘর থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা, একটি দেশিও রামদা, এক বোতল বিদেশী মদ, ইয়াবা সেবনের উপকরণ, দশটি মোবাইল ফোন এবং গাঁজা জব্দ করা হয়।

আটকরা হলো- চান্দিনার নবাবপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মো. রাজিব (১৮), জামাল দোকানদারের ছেলে মো. কাদের (২০), আনোয়ার মিয়ার ছেলে মো. কবির (২৪), সোহেল দোকানদারের ছেলে মো. গিয়াস (২৪), এবং আব্দুল সামাদ প্রবাসীর ছেলে মো. নিরব সাগর (২১)।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক বেচাকেনা ও নিয়মিত সেবনের আসর চলছিল।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে যৌথ অভিযানে প্রায় ৬শ ইয়াবাসহ পাঁচ যুবককে আটক করে। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন