
কুমিল্লার চান্দিনায় ১৪ মাস বয়সী আরিয়ান নামের এক শিশু সন্তান বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরিয়ান মুরাদনগর গ্রামের মো. মজিবুর রহমানের তৃতীয় সন্তান। তাদের পরিবারে তিন ছেলে ও এক মেয়ে, সবার ছোট ও আদরের সন্তান ছিল আরিয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুরের পাকা ঘাটলায় চলে যায় ছোট্ট আরিয়ান। মুহূর্তের মধ্যে পা পিছলে পুকুরে পড়ে যায় সে।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খুঁজে পেয়ে উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিয়ানের বাবা মজিবুর রহমান বলেন আমার ছোট ছেলেটা তো হাঁটতে শিখছিল, মুখে মিষ্টি করে মা-বাবা ডাকত। ওকে আর একবারও কোলে নিতে পারব না, এটা ভাবতেই পারছি না বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি
দুর্ঘটনার পর গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুপুরে নামাজে জানাজা শেষে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান পরিবারের সদস্যরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC