
পুরতান রেট সিডিউল বাতিল পূর্বক ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রধান ফটকে ওই মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন- বর্তমান বাজারে প্রতিটি যন্ত্রাংশ ও কাঁচামাল থেকে শুরু করে সব কিছুর দাম বাড়তি। আগের তুলানায় শ্রমিকের মজুরি দ্বিগুণ হয়ে গেছে। অথচ আমাদের ঠিকাদাররা এখনো পুরনো রেট সিডিউলেই কাজ করছে।
এতে প্রকল্প বাস্তবায়নে আমরা শুধু লোকসান গুনছি, আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্থ। আমরা সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একটি অংশ। অথচ আমাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হচ্ছে না। দেশের অর্থনৈতিক বাস্তবতায় মিনি ঠিকাদাররা আজ টিকে থাকার লড়াই করছে। বর্তমানে বিদ্যুৎ-সংশ্লিষ্ট প্রতিটি সরঞ্জামের দাম বেড়ে গেছে। পুরনো রেট অনুযায়ী কাজ করলে প্রকল্পের মান বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে।
তাই আমরা সরকারের কাছে দ্রুত ৮০% হারে রেট বৃদ্ধি করে নতুন রেট সিডিউল কার্যকর করে ন্যায্য পাওনা নিশ্চিত করতে দাবি জানাই। সরকার যদি নতুন রেট ঘোষণা না করে, তাহলে কাজ বন্ধ করা ছাড়া আমাদের আর কোন উপয় থাকবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো. আবুল বাসার ভূঁইয়া, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর সহ সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কুমিল্লা জোন এর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মো. ফরিদ আহম্মেদ, অর্থ সম্পাদক মো. নাছিম উজ্জামান, মো. কবির হোসেন, মো. আব্দুল হক, মো. মিজানুর রহমান ও মো. ওসমান সহ সকল ঠিকাদার বৃন্দ।