বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

চান্দিনায় নতুন মোটরসাইকেল কেনার একদিন পরই ঝড়ে গেল দুই বন্ধুর প্রাণ

Rising Cumilla -Two friends lost their lives in a storm just a day after buying a new motorcycle in Chandina
চান্দিনায় নতুন মোটরসাইকেল কেনার একদিন পরই ঝড়ে গেল দুই বন্ধুর প্রাণ/ছবি: প্রতিনিধি

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেল দুটি তরতাজা প্রাণ। মৃত্যুর একদিন আগে দুই বন্ধু মিলে কিনেছিল মোটরসাইকেল।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন, চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮) ও কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায় শামিম ও নাজমুল। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি তাদের। পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তারা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন, নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল ওরা। দাউদকান্দি উপজেলার নতুন বাজারের এক নামকরা চায়ের দোকানে চা খেতে যান। চা খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাত্র আগের দিনই সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষটি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুর ১টায় জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

এই দুই তরুণের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন তাদের বাবা-মা, আত্মীয়স্বজন ও বন্ধুরা। গ্রামের মানুষ বলছেন, চোখের সামনে এক মুহূর্তে ঝরে গেল দুটি প্রাণ, থেমে গেল দুটি তরুণ জীবনের স্বপ। নতুন মোটরসাইকেল কেনার আনন্দই যে এমন মৃত্যুবার্তা বয়ে আনবে, তা কেউ কল্পনাও করেনি।

আরও পড়ুন