বুধবার ৬ আগস্ট, ২০২৫

চান্দিনায় জুলাই শহীদ তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ

চান্দিনায় জুলাই শহীদ তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ
চান্দিনায় জুলাই শহীদ তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ/ছবি: প্রতিনিধি

৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ’২৪ এর গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার চান্দিনার সন্তান ইমাম হাসান তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার এতবারপুর ইউনিয়নের এতবাপুুর ভূইয়া বাড়িতে শহীদ তায়িম এর কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, থানা অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী আব্দুল আহাদ, শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য আবু হানিফ, এতবারপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল কাদের, এতবারপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল ভূইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সাবেক মুখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম, এতবারপুর ইউনিয়ন সাবেক আহবায়ক জাহিদ হাসান, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সিনিয়র সহ-সভাপতি এম.এ জামান।

আরও পড়ুন