এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

চান্দিনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

চান্দিনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ
চান্দিনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন এবং ছাগল বিতরণ করা হয়।

শনিবার (২৯ শে মার্চ) সকালে উপজেলার বাড়েরা ইউনিয়ন শাখার উদ্যোগে গড়ামারা গ্রামে ওই বিতরণ অনুষ্ঠান হয়। এসময় ৬টি পরিবারকে একটি করে ছাগল এবং ৩টি পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান।

বিশেষ অতিথিন বক্তৃতা করেন- ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, সেক্রেটারি দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি কবির হোসেন মিয়াজী, গড়ামারা ইউনিট সভাপতি মিজানুর রহমান মোল্লা প্রমুখ।