
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় জাতীয়তাবাদী যুবদল মাধাইয়া ইউনিয়ন শাখার ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের একটি পার্টি সেন্টারে ইউনিয়ন যুবদলের আয়োজনে ওই প্রতিনিধি সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের পরিচিতি পর্ব এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
এতে মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কে.এম. জামাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের, উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান মুন্সী, পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক।
মাধাইয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো. সোহেল বিন রাজ্জাক এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. কামাল মুন্সী, উপজেলা যুবদল নেতা মো. শাহজালাল, মো. সাত্তার মুন্সী, মাধাইয়া ইউনিয়ন যুবদল সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মো. আক্তার গাজী, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। এসময় ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC