শনিবার ২ আগস্ট, ২০২৫

চান্দিনায় খেলাফত মজলিসের প্রার্থীকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চান্দিনায় খেলাফত মজলিসের প্রার্থীকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চান্দিনায় খেলাফত মজলিসের প্রার্থীকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সোলায়মান খানকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চান্দিনায় খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মতিউর রহমান ফরাজী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব মাওলানা মাসউদুর রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও শাইখুল হাদীস মাওলানা মোবারক হোসাইন, খেলাফত মজলিস উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা আদিলুর রহমান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী, মাওলানা ডা. আব্দুল ওয়াহাব শিবল,জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা ছফিউল্লাহ ফরাজী মাওলানা আবু ইউসুফ হাজার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী, পৌর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যুব মজলিসের উত্তর জেলা সভাপতি মো. ওবায়দুল্লাহ খান, উপজেলা সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ শামসি, সাধারণ সম্পাদক আ. ক. ম. ফারহান উদ্দিন, ইসলামী যুব মজলিস সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সহ-সম্পাদক হাফেজ কাউসার আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক ডা. কাউসার আহমদ, বায়তুল মাল সম্পাদক হাসান আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, অফিস ও প্রচার সম্পাদক মো. সোহাইল আহমদ এবং ইসলামী ছাত্র মজলিস চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো. হানজালা।

সভায় প্রার্থী মাওলানা সোলায়মান খান বলেন, “আমরা চাই সত্য-ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব। দেশের রাজনীতিতে আল্লাহভীরু, সৎ, দায়িত্ববান মানুষদের প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ, শিক্ষা-স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা জাতির দর্পণ ও বিবেক। সঠিক তথ্য তুলে ধরে একটি সুন্দর সমাজ গঠনে আপনাদের ভূমিকা অতুলনীয়।”

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী নির্বাচনে জনগণ ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীকে বিজয়ী করবেন।

আরও পড়ুন