কুমিল্লার চান্দিনা উপজেলার কলেজ পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ’ নির্বাচিত হয়েছেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া। রবিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ওই অধ্যক্ষের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক।
এর আগে ২০১৮ সালেও তিনি এই উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
মো. মনিরুল ইসলাম ভূইয়া ১৯৬৭ সালে চান্দিনা উপজেলার হারং ভূইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত আবদুর রব ভূইয়া সেনা বাহিনীতে চাকরি করতেন। মাতা প্রয়াত জোবেদা বেগম একজন গৃহিনী ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৮২ সালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৪ সালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, ১৯৮৭ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে স্নাতক এবং একই বিশ^বিদ্যালয় ১৯৮৮ সালে স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম হন।
১৯৯৩ সালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজে তিনি প্রভাষক পদে যোগদান করেন। ২০১০ সালে একই কলেজের উপাধ্যক্ষ এবং ২০১৭ সাল থেকে অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনে ১৯৯৩ সালে তিনি এতবারপুর আযম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেতারা বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেতারা বেগম বর্তমানে ওই বিদ্যালয়ের জীব বিজ্ঞানের সিনিয়র শিক্ষক। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ফিন্যান্স বিভাগের প্রভাষক, মেয়ে ডাক্তার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC