কুমিল্লার চান্দিনা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকালে ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব এবং নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার।
ভুক্তভোগী ছাত্রী চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা এবং সেখানকার একটি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, ১৯ মার্চ বিকেলে চান্দিনা ও কচুয়ার সীমান্তবর্তী কৈলাইন বাজারে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি।
ভুক্তভোগীর ভাষ্যমতে, সন্ধ্যার পর বাড়ি ফেরার সময় ৫-৬ জন যুবক তার অটোরিকশার গতিরোধ করে। এরপর চালকসহ তাকে মারধর করে জোরপূর্বক একটি সেলু মেশিনের ঘরে নিয়ে যায়। সেখানে পাঁচজন তাকে ধর্ষণ করে এবং পরে ফেলে রেখে পালিয়ে যায়।
অজ্ঞান অবস্থায় থাকার পর জ্ঞান ফিরলে ভুক্তভোগী চালকের হাত-পায়ের বাঁধন খুলে দেন। চালক তাকে বাড়িতে পৌঁছে দেন। পরদিন (২০ মার্চ) সন্ধ্যায় কৈলাইন বাজারে এসে দুইজনকে শনাক্ত করলে স্থানীয়রা তাদের আটক করে এবং পুলিশে খবর দেয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC