শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

চান্দিনায় এলডিপি মহাসচিবের বিরুদ্ধে কটূক্তি করায় পৌর এলডিপি’র প্রতিবাদ সভা

Rising Cumilla -Municipal LDP holds protest meeting over insults against LDP Secretary General in Chandina
চান্দিনায় এলডিপি মহাসচিবের বিরুদ্ধে কটূক্তি করায় পৌর এলডিপি’র প্রতিবাদ সভা/ছবি: প্রতিনিধি

ওসমান গনি, চান্দিনা, প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে কটূক্তি করে কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর দেয়া বক্তৃতার নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে চান্দিনা পৌর এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে ওই প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের সহ ক্ষব্ধ নেতাকর্মীরা বলেন ‘ড. রেদোয়ান আহমেদ চান্দিনা নির্বাচনী আসন থেকে ৪ বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ২ বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চান্দিনার শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে তাঁর ব্যাপক অবদান রয়েছে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তিনি ২০ দলীয় জোট এবং বিএনপি’র নেতৃত্বে সকল যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর নেতৃত্বে আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের পালিত কর্মী। তিনি স্বৈরাচারের দোসর। তার বিচার হওয়া দরকার।’

প্রতিবাদ সভায় পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর এলডিপি’র সিনিয়র সহ-সভাপতি আবদুস সামাদ কমিশনার, সহ-সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক বাকী বিল্লাহ্, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মোবারক হোসেন মোবা, পৌর গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো. আরিফুর রহমান, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন