কুমিল্লার চান্দিনায় এতিম সুবিধা বঞ্চিত শিশুদের ভরণ-পোষণ, শিক্ষা ও পুনর্বাসনে ‘বেসরকারি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সুপারিশ শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদের ব্যানবেইজ মিলনায়তনে ওই কর্মশালা হয়।
সমাজে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ভরণ-পোষণ ও শিক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত হারে মাথাপিছু প্রদত্ত অনুদানকে ক্যাপিটেশন গ্র্যান্ট হিসেবে বিবেচনা করা হয়।
সেই সুবিধাভোগীর আওতায় চান্দিনা উপজেলার ১৯টি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ২৫জন সদস্য ওই কর্মশালায় অংশ নেয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন- কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচাক নুরুল ইসলাম পাটওয়ারী, চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নুর।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, চান্দিনা থানার এএসআই ঝন্টু রাজ রংশী, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের সুপার মো. দ্বীনুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC