
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের দোয়ার উদ্দেশ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান হয়।
বুধবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসার মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।
এতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী’র সভাপতিত্বে বক্তৃতা করেন- আল আমিন এতিমখানা কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ, মাওলানা নুরুল ইসলাম হেলালী, মুহাদ্দিস আলী আশরাফ, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল কাদের, মাওলানা খালেদ সাইফুল্লাহ, প্রভাষক মাওলানা কামরুল হাসান, মাওলানা জয়নাল আবেদীন, মো. কাসেদুজ্জামান, পরীক্ষার্থী মো. মাহমুদুল হাছান, মো. ইমাম হোসাইন প্রমুখ। পরে পরীক্ষার্থীদের সফলতা,বিশ্বমুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।