বুধবার ১৫ অক্টোবর, ২০২৫

‎চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Professor Mohammad Amirul Islam elected president of Chandla Islamia Gauchia Alim Madrasa
‎চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার অধ্যক্ষের কার্য্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে পূর্নাঙ্গ গভর্ণিং বডি গঠন করা হয়।

এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও বালিনা ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম ব্যক্তি হিসেবে সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ।

তিনি সভাপতি নির্বাচন হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে।

এবিষয়ে নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন