কুমিল্লায় চাকরির প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে আমিনুল ইসলাম (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করে বালুর নিচে চাপা দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র্যাব। গত শুক্রবার রাতে র্যাব-১১ এর একটি দল চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে সজীব (২০) নামে একজনকে গ্রেপ্তার করে।
সজীব চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূল অভিযুক্ত সিরাজ (২৫), আমিনুলের কাছ থেকে চাকরির কথা বলে ১০ লাখ টাকা নিয়েছিল। দীর্ঘদিন ধরে চাকরি না দিয়ে টালবাহানা করায় আমিনুল তার টাকা ফেরত চাইছিল। টাকা ফেরত না দেওয়ার জন্য সিরাজ আমিনুলকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর রাতে আমিনুল সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সিরাজ, সজীব ও তাদের আরেক সঙ্গীর সঙ্গে দেখা করে। এরপর তারা পদুয়ার বাজারের বিসমিল্লাহ আবাসিক হোটেলে রাত কাটায়। পরদিন, ১০ সেপ্টেম্বর রাতে আমিনুলকে কুমিল্লা সদর দক্ষিণ থানার মোস্তফাপুর এলাকার একটি উঁচু বালুভরা জমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথাবার্তার একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে লাশ বালুচাপা দিয়ে ঘাতকরা পালিয়ে যায়।
গ্রেপ্তার সজীব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দাবি, হত্যাকাণ্ডে মোট তিনজন অংশ নিয়েছিল।
উল্লেখ্য, আমিনুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হন। সর্বশেষ ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় তার বাবার সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ থানার মোস্তফাপুর এলাকায় বালুর নিচ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা আলী আজ্জম (৪৮) অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে র্যাব তদন্ত শুরু করে এবং শুক্রবার রাতে সজীবকে গ্রেপ্তার করে।
গতকাল শনিবার দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, র্যাব গ্রেপ্তারকৃত সজীব ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতগুলো শনিবার বিকেলে তাদের কাছে হস্তান্তর করেছে এবং তাকে রোববার আদালতে হাজির করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC