অক্টোবর ১৮, ২০২৪

শুক্রবার ১৮ অক্টোবর, ২০২৪

চাঁদ দেখা গেছে: দেশে ১৭ জুন ঈদুল আজহা, সৌদি আরবে ১৬ জুন

Ramadan moon sighting
প্রতীকি ছবি/সংগৃহীত

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশে আগামী ১৭ জুন (সোমবার) ঈদুল আজহা পালিত হবে।

শুক্রবার (৭ জুন) রাতে ধর্মমন্ত্রীর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখতে বসে।

এদিকে, সৌদি আরবে বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন (রবিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, জিলহজ মাস ইসলামের বারো মাসের মধ্যে দ্বাদশ মাস। মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.) এ মাসেই নিজের প্রিয় সন্তান ইসমাইলকে (আ.)-কোরবানির মাধ্যমে প্রভুপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যদিও আল্লাহর বিশেষ রহমতে ইসমাইল (আ.) এর পরিবর্তে একটি পশু কোরবানি হয়েছে। ঈদুল আজহা এই আত্মত্যাগের স্মরণে পালিত হয়।