বুধবার ২৯ অক্টোবর, ২০২৫

চাঁদপুর-২ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচনি শোডাউনে জনতার ঢল

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Crowds throng Chandpur-2 constituency for Hatpakha candidate's election showdown
চাঁদপুর-২ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচনি শোডাউনে জনতার ঢল/ছবি: সংগৃহীত

চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকীর নেতৃত্বে এক বিশাল নির্বাচনি শোডাউন অনুষ্ঠিত হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই শোডাউন জনজোয়ারে পরিণত হয়।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ চত্বর থেকে এই বর্ণাঢ্য শোডাউন শুরু হয়। এরপর এটি মতলব উত্তর ও দক্ষিণ দুই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ঢল নামে এবং প্রার্থীকে শুভেচ্ছা জানাতে অনেকেই যোগ দেন।

সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী জনতার এই বিপুল সাড়া দেখে অত্যন্ত আপ্লুত হন। তিনি বলেন, “সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলিত করেছে, আমরা পরিবর্তনের জন্য রাজনীতি করি। আর জনগণও পরিবর্তন চায়। সেই পরিবর্তনের বার্তা নিয়ে আমরা জনগণের দরজায় যাচ্ছি।”

শোডাউনের মাধ্যমে জনগণের সমর্থন স্পষ্ট হয়েছে উল্লেখ করে মুফতী সাকী আরও বলেন, “জনগণ আমাদেরকে গ্রহণ করছে। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জনগণ হাতপাখাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ রয়েছে।”

তিনি এই বিজয়ে সবার সহযোগিতা কামনা করেন এবং জনগণের পরিবর্তনমুখী আকাঙ্ক্ষা পূরণ করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান।

আরও পড়ুন