
রাইজিং কুমিল্লা ডেস্ক
চাঁদপুর শহরের মিষ্টি তৈরীর প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’ এর মিষ্টি তৈরীর শিরাতে পাওয়া গেল পোকা ও সিগারেটের অংশের পাশাপাশি আরও দুটি প্রতিষ্ঠানেকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাব সড়কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও অনুমোদনবিহীন কাশের চকলেট বিক্রি করায় ইউনিক ফার্মার মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিষ্টির শিরার মধ্যে পোকা ও সিগারেটের অংশ পাওয়ায় ওয়ান মিনিট এর মালিককে ৫ হাজার টাকা এবং ভোক্তার অভিযোগের ভিত্তিতে বিদেশি পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় রেড রোজ কসমেটিকস মালিককে ৮ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্র্তৃপক্ষ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC