চাঁদপুর জেলা পুলিশের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ২০২৫) জেলা গোয়েন্দা শাখার এসআই মাজহারুল হকের নেতৃত্বে পুলিশ কচুয়া থানার আশ্রাফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে রাহাদুল ইসলাম রাব্বি (২২) নামে এক ব্যক্তিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। রাব্বি নোয়াখালীর সোনাইমুড়ী থানার চাষীরহাট ইউনিয়নের বাসিন্দা।
অন্যদিকে, মতলব উত্তর থানা পুলিশের অভিযানে মোঃ কামাল হোসেন সরকার (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড রয়েছে।
এছাড়া, মতলব দক্ষিণ থানার পুলিশ ধুলিয়া উড়া এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়াজী (২৯) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC